শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রাজনগরে শিক্ষার জন্য লন্ডন অবস্থান করা মেয়ের প্রেমের খবর শুনে ত্যাজ্য ঘোষনা করলেন এক পিতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং মনসুরনগর ইউনিয়নের উত্তর মহলাল(ধনিউড়ি) গ্রামে। গত ১৪/০৮/২০২৪ ইং উত্তর মহলাল(ধনিউড়ি) গ্রামের মো: কামাল হোসেন তার লন্ডন প্রবাসী মেয়ে রাহমী জান্নাত প্রভা কে লন্ডন শিক্ষায় থাকা অবস্থায় একটি ছেলের সাথে প্রেমের খবর শুনার পর ত্যাজ্য ঘোষনা করেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ত্যাজ্যকৃত রাহমী জান্নাত প্রভা উত্তর মহলাল(ধনিউড়ি) গ্রামের মো: কামাল হোসেন ও মাতা রীমা বেগমের মেয়ে। জানাযায়, মো: কামাল হোসেন তার মেয়েকে শিক্ষা গ্রহনের জন্য লন্ডন পাঠান। কিন্তু লন্ডন যাওয়ার পর মেয়েটি একটি ছেলের প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে । পিতার স্বপ্ন পুরন না করে ভালবাসার ফাঁদে পা দেওয়ায় তার পিতার মনে ক্ষোভ সঞ্চার হয়। সে পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেনা মনে করে রাহমী জান্নাত প্রভার উপর ক্ষুব্ধ হন। এছাড়াও মেয়ের প্রেম ভালবাসার কারনে আত্নীয় স্বজন ও সামাজিক ভাবে পিতার মান সম্মান হেয় হচ্ছে। এর ফলে ক্ষুব্ধ হয়ে তার পিতা দেশের আইনি প্রক্রিয়া পারিবারিক ও দেশীয় আইন মোতাবেক তার সহায়, সম্পত্তি, ব্যাংক হিসাব থেকে তাকে ত্যাজ্য করেন।