1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বয়স লুকাতে গিয়ে বেকায়দায় খোলামেলা রুনা খান

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিনোদন ডেস্ক :: বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুনা খান। অভিনয় ছাড়াও তার রূপ-লাবণ্যে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া তার ফ্যাশন ও স্টাইলও ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। কখনো শাড়িতে, আবার কখনো খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন এ অভিনেত্রী।

এ অভিনেত্রী এবার নিজেকে ধরা দিলেন নো মেকআপ লুকসে। চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হাজির হলেন রুনা খান। তার চুল ছাঁটার নেপথ্যের কারণও জানালেন তিনি। এর আগে এক প্রকার নিভৃতেই ছিলেন রুনা খান। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিকমাধ্যমে সরব হলেন তিনি। আলাদা লুকে হাজির হলেন এ অভিনেত্রী। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বয়সের ছাপ। চুল ছোট করে ফেলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রুনা খান লিখেছেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। বিয়ের পরও একবার ইডব্লিউর ওপর জেদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সেই কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ইডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে?

তিনি আরও লিখেছেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেক নাটকের শুটিংও করেছি। দুই সময়েই বঁটি দিয়ে কাটা হেয়ারস্টাইলে। এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে!

অভিনেত্রী বলেন, ‘এই বঙ্গদেশে বেশির ভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা, তা করতে পারে না! আমিও পারি না! তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব। এই ইচ্ছা পূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..