রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : সিলেটে মদসহ ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে বনানী দাস নামের এক ভারতীয় নাগরিক নারীকে আটক করে।
বনানী দাস (৫১) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটি আর্শিবাদ এলাকার বাসুদেব দাসের স্ত্রী। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বনানী দাসের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোর্পদ করা হয় বলে জানিয়েছেন
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।