রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার চাচীর সাথে প্রেমের বিয়ের সালিশী বৈঠকে ভাসুর খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার হিলালপুরে সামাদ মিয়া,সুফিয়ান মিয়া,সফন মিয়া, মৃত সাকির মিয়া ও ছালিক মিয়ার ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর সদর থানার শহরতলীর হিলালপুর গ্রামে তারা মিয়ার বাড়ীতে মৃত চাচা রুবেল মিয়া স্ত্রী আফছানা বেগম মিমি সাথে ভাতিজার সামাদ মিয়া প্রেম করে বিয়ের ঘটনা নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশী বৈঠকে সামাদ মিয়া গংদের হামলায় ভাসুর বারভেজ আহমদ নিহত হন ও তার ভাই পীর আজাদ, মা পাতই বিবি, ভাই আছাদ মিয়াসহ আরো ১৫ জন আহত হন। আহতরা সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে রবিবার রাতে সামাদ মিয়া, সুফিয়ান মিয়া, সফন মিয়া ,মৃত সাকির ও ছালিক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে মধ্যযুগীয় কায়দায় লুটপাট ও ভাংচুর করে।