সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জন মারা গেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।
নিহতরা হলেন- এমারুল (৪৫), স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের সন্তান পলাশ (১২), ফরহাদ (৯), ফাতেমা (৭) এবং ওমর ফারুক (৩)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনমজুর এমারুল হক। পরে গভীর রাতে আগুনে এমারুল তার স্ত্রী-সন্তানসহ আগুনে পুড়ে মারা যান। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেতর থেকে তালা ও সিটকানি লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি ভেতর থেকে তালা দেওয়া ছিল। আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।