শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : উন্নয়ন সহায়ক সংস্থা ও পদিনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, নজরুল একাডেমী মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মৌলভীবাজার সদর উপজেলার পদিনাপুর নিবাসী এ এস আব্দুল কাদির মাহমুদ এর মৃতু্যতে উসস মৌলভীবাজার কার্যালয়ে এক মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্টিত।
আজ বৃহষ্পতিবার বিকেলে মৌলভীবাজার শহররের মোস্তফাপুর উসস কার্যালয়ে এক মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্টানে ছিলেন ডা. ছাদিক আহমদ, পৌরসভার সাবেক মেয়র ফঢজুল করিম ময়ুন, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকশি ইকবাল আহমদ, শেখ সিরাজুল ইসলাম সিরাজ,মোস্তাক আহমদ মমসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও উসস এর কর্মকতা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন।