পারভেজ হাসান, শ্রীমঙ্গল: প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ল্যাব বিষয়ক ২ দিনব্যাপী (৪-৫) কর্মশালা সমষ্টির আয়োজনে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী,

দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসান, প্রোগ্রাম প্রডিউসার আল- আমীন, সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট সানজিদা তামান্না ঐশী, রেডিও পল্লীকণ্ঠের নিউজ প্রডিউসার পলি রানী দেবনাথ, অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাসসহ বিভিন্ন এথনিক সম্প্রদায়ের ১৬ জন প্রশিক্ষনার্থী।
কর্মশালায় নিজ এলাকার সমস্যা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা,বনায়ন, অনুষ্ঠান উপস্থাপনা, সফল যোগাযোগের বিভিন্ন কৌশল, নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।