মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন,বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়াকসপ মেকানিক ইউনিয়ন রেজি নং ২৬৩৬।
এসময় জেলা অটোমোবাইল ওয়াকসপ মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুর রব,সহ সভাপতি আবুল কাশেম .সাধারণ সম্পাদক সাজন আহমদ.এনামুল হক, ইমরান হোসেন,আলমগীর হোসেন সিরাজ উদ্দিন বুলু সুলতান আহমদ ফরাজী,আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অটোমোবাইল ওয়াকসপ মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে জেলার বিভিন্ন বর্না দুর্গত মানুষের মাঝে কাপড়, নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হয়। তারা জানান তাদের অটোমোবাইল ওয়াকসপ মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরন অব্যাহ রয়েছে।