রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তারই বিজ্ঞাপনী প্রচার সারতে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ‘গোপন বিয়ে’ নিয়ে তাকে ঘিরে যে গুঞ্জন রয়েছে, তার জবাব দিয়েছেন। এ বিষয়ে মাহিরা খান বলেন, ‘আমার আঙুলে কি কোনও বিয়ের আংটি দেখছেন? আর আমি বিয়ে করলে বুঝি আপনারা টের পেতেন না? বিয়ে তো দূরের কথা, আমি কারোর সঙ্গে এইমুহূর্তে সম্পর্কেও পর্যন্ত নেই। যদি বিয়েই করি তাহলে তা কোনোভাবেই লুকিয়ে রাখব না।
এরপরই মাহিরা উত্তর দেন আরেকটি প্রশ্নের। তিনি নাকি টম ক্রুজের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন? এ পসঙ্গে হাসতে হাসতে পাক এই অভিনেত্রী বলেন, এই খবরটা নিশ্চয়ই টমের দলের লোকজন সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছে। বলিউডে ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিত মাহিরা।