শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় পলাশ গোয়ালা (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা।গতকাল সোমবার (১২ জুলাই) রাতে জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে।আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, ‘নিহত পুলিশ কনস্টেবল পলাশ জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
গতকাল সোমবার রাতে চিকনগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।চালকসহ অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে।