মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই লজ্জার পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল।
একসময় তাসের ঘরের মতো ভাঙতে থাকে ব্যাটিং অর্ডারের উইকেট। পরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৭ রানে ভর করে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ দল। জবাবে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই মারকাটারি থেলতে থাকে টিম ইন্ডিয়া। যে কারণে মাত্র ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
তার আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানা সূর্যকুমার। বাংলাদেশ ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়। মেহেদী হাসান মিরাজ ইনিংস সর্বোচ্চ ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।