মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : লা লিগায় টানা সাত ম্যাচে জয়ের পর গেল সপ্তাহে ওসাসুনার মাঠে হেরেছিল বার্সেলোনা। রোববার আলাভেসের মাঠে জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানডফস্কি করেছেন হ্যাটট্রিক। লেভার হ্যাটট্রিকের দিনে বার্সাও ম্যাচ জিতেছে ৩-০ গোলে।
ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন লেভা। লিগে আগে থেকেই ৭ গোল নিয়ে গোলদাতা তালিকার শীর্ষে ছিলেন লেভানডফস্কি। হ্যাটট্রিকের ফলে লিগে তার গোল সংখ্যা এখন ১০টি।
প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন লেভা। ষষ্ঠ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার ফেরান তরেস। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। তার জায়গায় নামানো হয় ডিফেন্ডার এরিক গার্সিয়াকে। সপ্তম মিনিটে রাফিনহার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন লেভা। ২২ মিনিটে আবারও রাফিনহার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি।
৩২ মিনিটে গার্সিয়ার পাসে বল বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি নিচু শটে জালে পাঠান। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১২ গোল লেভার। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।