সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
স্টাফ রিপোটার: শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ রুপসপুর এলাকাস্থ আসামীদ্বয়ের নিজ দখলীয় বসত ঘরে অবিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার এর সম্মানিত উপপরিচালক মিজানুর রহমান শরীফ মহোদয় এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জাকির হোসেন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্বর্ণা ঘোষ (২৪)অবৈধ মাদকদ্রব্য ৪৮ (আট চল্লিশ) বোতল বিদেশি মদ উদ্ধার করা হরেও অপর আসামী পিন্টু লাল মোদক ডিএনসি এর কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পিন্টু লাল মোদক (৩৫), পিতা-মৃত ইন্দ্র লাল মোদক মাতা-মিনতি রায় মোদক,সাং-আরামবাগ রুপসপুর এলাকা ,থানা- শ্রীমঙ্গল ,জেলা- মৌলভীবাজার। আর আটককৃত স্বর্ণা ঘোষ(২৪), স্বামী-পিন্টু লাল মোদক,মাতা-শেলী ঘোষ, সাং- দক্ষিণটুক সিক্কা ৪নং সিন্দুর খান ইউপি, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। আসামীর বিরুদ্ধে পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(খ) ও ৪১ধারায়, শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।