1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে একজনের মৃত্যু ও আহত একজন

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

এহসান বিন মুজাহির :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে নিহত হয়েছেন লাইনম্যান রেজুয়ানুল হক (২২) । তিনি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাব জোনাল অফিসের লাইনমম্যান গ্রেড-২ হিসাবে কর্মরত ছিলেন। শনিবার (১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বেলতলী এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে প্রাণ হারান রেজুয়ানুল হক। নিহত রেজুয়ানুল হক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর ইউনিয়নের গ্রামব্যান্ত গ্রামের তাজুল ইসলামের পুত্র। তার মায়ের নাম সুফিয়া বেগম। এ ঘটনায় একই অফিসে কর্মরত লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আহত মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোণা জেলায়। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনিরুল ইসলাম সুজন বলেন, সিন্দুরখাঁনে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে আমার সহকর্মী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান গ্রেড-২ রেজুয়ানুল হক মৃত্যুবরণ করেছেন এবং এসময় আরেক সহকর্মী লাইনম্যান গ্রেড-১ মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার প্রায় দেড়টার দিকে সিন্দুরখান বাজার সংলগ্ন বেলতলী এলাকায় পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান ঘটনাস্থলে মৃত্যৃবরণ করেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমানসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান একজন নিহত এবং একজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তবরত চিকিৎসক ডা. শারমিন আক্তার। তিনি বলেন গুরুত হওয়া ব্যক্তিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসকার জন্য রেফার্ড করেছি। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম লাইনম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি পুলিশের একটি টিম পাঠিয়েছি। এবিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, সিন্দুরখাঁন ইউনিয়নে পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজ করতে গিয়ে আমাদের একজন লাইনম্যান নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতের ঘটনায় সঞ্চালন লাইন বন্ধের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রেজুয়ানুলের আকস্মিক মৃত্যুতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, স্টাফসহ সকল সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..