রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ মাগরিব চন্ডিপুলস্থ অফিসে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠকে অতিথি ছিলেন জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আবদালের পরিচালনায় বৈঠকে ত্রৈ-মাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, অবশিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড শাখা পূণর্গঠণে জোর তাগিদ প্রদান এবং আগামী ১৯ অক্টোবর শনিবার মোগলাবাজার ইউনিয়ন শাখার গণসমাবেশ ও ২৬ অক্টোবর শনিবার জেলা ও মহানগরীর গণসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, আহমদুর রহমান সাদিক, এনামুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান, বিলাল আহমদ, খালেদ হোসাইন, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।