মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভালোবাসার মানুষকে গেল বৃহস্পতিবার বিয়ে করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বর আবিদুল মহাইমিন সাজিল। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
গেল বৃহস্পতিবারই গণমাধ্যমকে এই চিত্রনায়িকা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরেই আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হয়েছে। খুব শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে, বিয়ের পর শিরিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন বিয়ে ও গায়ে হলুদ অনুষ্ঠানের একাধিক ছবি। সঙ্গে প্রকাশ করেছেন বিয়ের অনুষ্ঠানিকতা চলাকালীন একটি ভিডিও।
সেখানে দেখা যায়, কবুল বলার সময় নায়িকা অনেকটা সময় নিচ্ছিলেন ও কাঁদছিলেন। ভিডিও’র ক্যাপশনে নায়িকা জানান, কবুল বলার সময় তার বুক কাঁপছিল।
শিরিন শিলার কথায়, ‘কবুল বলার সময় আমার বুকের ভিতর ধাপুর ধুপুর করতেছিল।’
জানা গেছে, শিরিন শিলার বর সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট। বর্তমানে পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত সাজিল।