মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। জেলা প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহায়তা করার আহ্বান জানান তিনি।
জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন সভা, সমাবেশের মাধ্যমে জনগণকে জরায়ু ক্যান্সার ও টিকার গুরুত্ব সম্পর্কে অভিহিত করতে হবে।
জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে তথ্য হালনাগাদের মাধ্যমে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়াও সব ধরনের দূর্নীতি প্রতিরোধে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
রবিবার (২০ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান সহ সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সিলেট জেলার আইন শৃঙ্খলা, অভিযান পরিচালনা ও বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত হন।