শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল থেকেই প্রার্থী ভোটারদের সমাগম।
তবে এবারের নির্বাচনে লড়াইয়ের উত্তাপ নেই। এরইমধ্যে শেষ হয়েছে সাধারণ সভা (এজিএম)। এরপর দুইটা থেকে শুরু হবে ভোটগ্রহণ।
আজ শেষবারের মতো এজিএমে বক্তব্য রাখলেন বাফুফের বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে নির্বাচন উপলক্ষে বেশ ঢিমেতালেই গণসংযোগ করেছেন প্রার্থীরা। ইতোমধ্যেই সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। সভাপতি পদেও তাবিথ আউয়ালের কোনো শক্ত প্রতিপক্ষ নেই। সহসভাপতি পদেও লড়াইয়ের আভাস নেই। ফলাফল অনেকটা অনুমেয়। প্রতিদ্বন্দ্বিতার আমেজ না থাকায় ভোটারদের আকৃষ্ট করতে নেই প্রতিশ্রুতিও। তবে ব্যতিক্রম ইমরুল হাসান। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর বসুন্ধরা কিংস সভাপতি ফুটবল উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন।
আজ নির্বাচন হবে ২০টি পদে। ২১ পদের মধ্যে সিনিয়র সহসভাপতি আগেই নির্বাচিত হওয়ায় নির্বাচন হবে ২০ পদে। সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে ৬ জন এবং কার্যনির্বাহী পদে ৪০ জন আছেন নির্বাচনী ময়দানে। আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ নির্বাচনের আগে বরাবরই আলোচনায় আসেন বাফুফে থেকে আজীবন নিষিদ্ধ আবু নাঈম সোহাগ। গতকাল থেকে আজও হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিজের স্ত্রী তাসমিয়া রেজওয়ানার জন্য গণসংযোগ করছেন সাবেক বাফুফে সাধারণ সম্পাদক। গতকাল বাফুফের বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও দেখা গেছে তাদের। আজ ভোটের দিনে তার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।