মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে একটি মালবাহি ট্রাক উপজেলা পঁচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি ডুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যায়। পরে স্থানীয় পুলিশের খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। এখনো তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আমাদের তদন্ত চলছে।