1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হল না অবঃ শিক্ষক সমিত নাথের

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক সমিত চন্দ্র নাথ (৬১) মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বড়লেখা পৌরসভার বরাইগ্রাম এলাকায় সওজের চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু, এর আগেই ঘাতক পিকআপ কেড়ে নিল তার প্রাণ।  তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়ার মৃত সত্যেন্দ্র চন্দ্র নাথের ছেলে এবং বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।   জানা গেছে, সমিত চন্দ্র নাথ শুক্রবার বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন। বারইগ্রাম এলাকায় তার মোটরসাইকেলকে দ্রæতগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, শনিবার সকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..