মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরের একটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার আমীর হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলী।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, এসিস্ট্যান্ট সেক্রেটারী লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।