বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
এম এম সামছুল ইসলাম : বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক মোঃ সেলিম আহমদের পরিচালনায় শনিবার (২৬ অক্টোবর) শারদা স্মৃতি হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির মক্তব রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট যুবদল যুগ্ম সম্পাদক লিটন আহমদ,হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম, সিলেট বিভাগীয় সেক্রেটারি শাহজাহান মিয়া,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হুসেন, সিলেট জেলা সভাপতি বুরহান উদ্দিন,সেক্রেটারি মহসিনউদ্দিন সুনামগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ ,গোয়াইনঘাট উপজেলা সভাপতি মহসিন উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন ,শিক্ষগণ হলেন জাতীর মেরুদণ্ড। আপনাদেরকে বাদ দিয়ে একটি সমাজ গড়া সম্ভব নয়। বিগত দখলদার জালিম সরকার আপনাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করেনি, এটা সত্যিই লজ্জাজনক। আমি কথা দিচ্ছি, এ বিষয় নিয়ে আমি আমাদের নেত্রী সাবেক প্রধানমন্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহেবের সাথে পরামর্শ করে সর্বার্গে সকল বেসরকারি প্রাখমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আশ্বাস দিচ্ছি। বৈশ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিশেহারা জালিম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তারা যেন আর কোন দিন ফিরে আসতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরে মোঃ আব্দুল মালিকে সভাপতি ও মোঃ সেলিম আহমদকে সেক্রেটারি করে শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় কমিটি ঘোষনা করা হয়।