শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ১১০টি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের নিয়ে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) এর কমিটির গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার কুলাউড়ার সী-বার্ড কেজি এন্ড হাই স্কুল মিলনায়তনে সুজিত দেব’র সভাপতিত্বে ও বাবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া আনন্দবিদ্যাপীঠের শিক্ষক সুজিত দেবকে সভাপতি, রবিরবাজার নোবেল একাডেমির শিক্ষক বাবুল আহমদকে সাধারণ সম্পাদক এবং ব্রাক্ষনবাজার কুসুমকলি কেজি এন্ড জুনিয়র স্কুলের জয়ন্ত গোস্বামীকে কোষাধ্যক্ষ মনোনীত করে “পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ” এর কমিটি অনুমোদন দেয়া হয়।
কার্যকরী পরিষদ দায়িত্বপ্রাপ্তরা হলেন সুজিত দেব সভাপতি, সৈয়দ জাবির হোসেন সহ-সভাপতি, আব্দুল খালিক সহ-সভাপতি।
বাবুল আহমদ সাধারন সম্পাদক,সৈয়দ আবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ফেরদৌসুর রহমান চৌধুরী তাফিন যুগ্ম সাধারণ সম্পাদক,জয়ন্ত গোস্বামী কোষাধ্যক্ষ,মোঃ মোবারক আলী কোষাধ্যক্ষ(উত্তর ক্লাস্টার),মোঃ আল আমিন কোষাধ্যক্ষ (দক্ষিণ ক্লাস্টার),মাহবুব খান ক্লাস্টার সেক্রেটারি(উত্তর),ঝুমা রানী নাথ ক্লাস্টার সেক্রেটারি(মধ্য), মোঃ ইমদাদুর রহমান ক্লাস্টার সেক্রেটারি(দক্ষিণ), দীপক চন্দ্র দাস প্রচার ও প্রকাশনা সম্পাদক,কে এম ইসমাইল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ আলা উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ হেলাল মিয়া সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ইসমাইল হোসেইন ধর্ম বিষয়ক সম্পাদক,কানাই লাল কৌল সহ ধর্ম বিষয়ক সম্পাদক।
শিউলি রাণী দেবী, মোঃ রবিউল ইসলাম, লিপন কুমার দাস রিপন,সুমি আক্তার,হেলাল আহমদ,শ্রীবাস দত্ত,মাহমুদুল হাসান সুমন,মোঃ আতিকুর রহমান, শিমুল দেব,নিখিল বর্ধন,মোঃ নজরুল ইসলাম ও মোছাঃ জয়নুন নাহারকে কার্যকরী পরিষদ সদস্য মনোনীত করা হয়। এছাড়াও মোহাম্মদ মাসুক,আবুল মনসুর,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ইসহাক আলীকে উপদেষ্টা মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।