1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২জন সরকারী আইন কর্মকর্তার আনুষ্ঠানিকভাবে যোগদান

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬১১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২ জন সরকারী আইন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
আজ সোমবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যোগদান অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইসরাইল হোসেন এসময় নতুন নিয়োগপ্রাপ্ত সরকারী আইন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাইল হোসেন সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ সভা সঞ্চালনা করেন। উক্ত সভায় সরকারী আইন কর্মকর্তাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য অংশগ্রহণ করেন।

বিগত সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের অপসারন করে নতুন করে দেশের সকল আদালতে সরকারী আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে এড. আব্দুল মতিন চৌধুরী কে পাবলিক প্রসিকিউটর এবং এড. মামুনুর রশিদকে সরকারী কৌশলী করে মোট ৪২ জনকে এ নিয়োগ প্রদান করা হয়।

উল্যেখ্য ডে, গত ২৩অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগ জারি করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া এক পত্রের তথ্যে আরও জানা যায়, বকসী জুবায়ের আহমদকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও নজরুল ইসলামকে সহকারী প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জেলা জজ আদালতের অতিরিক্ত কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী দেলোয়ার হোসেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল আহাদ, রুনু কান্ত দত্ত, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ মোহন পাল, আব্দুস সালাম (১), আবু নহর মোহাম্মদ মাসাহুদ, তোফায়েল আহমদ সবুজ। জেলা জজ আদালতের সহকারী কৌসুলিরা হলেন মোসলেহ উদ্দীন আহমেদ, শাহ আখলাকুল আম্বিয়া, দানিয়েল আহমদ, মোহাম্মদ সামছু মিয়া, অনিরুদ্ধ চক্রবর্তী, হোসেন বখশ, নাজমুল হক মুকুল, নাজমুল হোসেন বুলবুল, আব্দুর রহিম তরফদার, সৈয়দ খালেদ আহমদ, ইজাজুল ইসলাম, মাসুদ আলী, শেখ আহমাদ হাবীব, এস এ হাবীব উল্লাহ, আশফাক আহমেদ।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটররা হলেন, বিল্লাল হোসেন, শৈলেশ চন্দ্র রায়, সৈয়দ নেপুর আলী, আব্দুল মতলিব,আব্দুস সালাম (২), সুবিনা আক্তার, সালেহ আহমদ রিপন, আব্দুল্লাহ আলমগীর, আহমদ উর রহমান খান,নাসিম আহমদ বাপ্পী, জালাল আহমদ,ফজলে এলাহী,কামরুল ইসলাম,মো. খালিদুর ও মো. বুলবুল আহমদ।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশে মৌলভীবাজর জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসক মহোদয় সকল আইনজীবীদের মতামত গ্রহণ করেন এবং সরকারী মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..