মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: পেসার বেড়ে দুজন হলেও তারা এনে দিতে পারলেন না সাফল্য। মাহিদুল ইসলাম অঙ্কনের তাতে অবশ্য দায় আছে কিছুটা।
তাইজুল ইসলামকে একরকম ‘উপহার’ উইকেট দিয়ে এইডেন মার্করাম আউট হওয়ায় কিছুটা স্বস্তি মেলে। কিন্তু এরপর আর পাওয়া যায়নি উইকেটের দেখা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ১ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে প্রোটিয়ারা।
বাংলাদেশ এদিন শুরু করে দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদকে দিয়ে। প্রথম ম্যাচে এক পেসার নিয়ে খেলার পর এ ম্যাচের একাদশে ফেরানো হয় নাহিদকে। এছাড়া আরও দুটি বদল আনতে হয়, জাকের আলি ও লিটন দাসের অসুস্থতায় সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসান।
সকালের শুরুটা ভালো হয়নি তাদের। অবশ্য পেসারদের প্রথম স্পেল থেকেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারে টনি ডি জর্জির ক্যাচ ছেড়ে দেন উইকেটরক্ষক অঙ্কন। অভিষিক্ত অঙ্কনের জন্য অবশ্য সুযোগটা ছিল বেশ কঠিন। বাঁদিকে অনেকটা ঝাঁপিয়েও ক্যাচ নিতে পারেননি তিনি।
এরপর পুরো প্রথম ঘণ্টায় কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ১৬তম ওভারে মেহেদী হাসান মিরাজকেও বোলিংয়ে নিয়ে আসেন শান্ত। তিনি উইকেট না পেলেও সাফল্যের দেখা পান আরেক স্পিনার তাইজুল। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে আলগা শটে মিড অনে দাঁড়ানো মুমিনুলের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম। ৫৫ বলে ৩৩ রান করেছিলেন তিনি।
একরকম উপহার হিসেবে পাওয়া মার্করামের উইকেট নিয়েই বাকি সেশন সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। ৭১ বলে ৪৯ রান করে জর্জি ও ৪২ বলে ২৩ রান করে অপরাজিত আছেন ত্রিস্তিয়ান স্টাবস।