মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : দেশে বহু মাদ্রাসা আছে, এগুলো আমাদের সম্পদ, মাদ্রাসাগুলো আছে বলেই আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে এবং আমরা নামাজ পড়ি।
হিলি আজিজিয়া মাদ্রাসার মহাতামিম মওঃ মোঃ সামছুল হুদা খানের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের উত্তরবঙ্গের সর্ববৃহৎ হিলি আজিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও স্থানীয়দের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ,ফ,ম, খালেদ হোসেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক নই। এযাবৎ কোন আলেম দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেনি। দেশের প্রায় মাদ্রাসাগুলো জনগণের অনুদানে চলে। আমরা আল্লাহর উপর ভরসা করবো, আল্লাহকে ভয় করবো, কারো তাঁবেদারি করবো না।
হিলির রাস্তা-ঘাট ও রেলস্টেশন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, তারা অনেক সময় পাবে, তারা এসব সমস্যার সমাধান করবেন। আপনাদের যে সমস্যা এগুলো আমার দপ্তরের কাজ নই। তারপরও যারা এসব দপ্তর নিয়ে কাজ করছেন, তাদের নিকট বিষয়গুলো তুলে ধরবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার নিয়ে কাজ করছি।
এরআগে তিনি হাকিমপুর উপজেলা পরিষদে আসলে পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ, হাকিমপুর ইউএনও অমিত রায়।
পরে তিনি ইউএনও’র কার্যালয়ে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় মিলিত হন। এসময় ইউএনও অমিত রায়সহ অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ, ওসি মোঃ সুজন মিঞা, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলমসহ উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হাকিমপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মডেল মসজিদগুলির ইমাম, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ হিলি মাদ্রাসার মহাতামিম ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা মুসাফিকুর রহমান চৌধুরী এলাকাবাসীর পক্ষে দীর্ঘদিনের প্রাণেরদাবী ঢাকা গামী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানালে তিনি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উপদেষ্টাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
শেষে তিনি হিলি স্থলবন্দর এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তা সরেজমিনে দেখতে হিলি জিরো পয়েন্ট ও চারমাথা এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উপদেষ্টাকে দূত সড়ক সংস্কারের সুপারিশ করার আশ্বাস প্রদান করেন। এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির উপজেলা শাখার সভাপতি ফেরদৌস রহমান, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শাহিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।