1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) আয়োজনে ২২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার শহরের ১নং ওয়ার্ডস্থ সৈয়ারপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে ৯ দিনব্যাপী বিভিন্ন মন্দিরে নিযুক্ত ২৫ জন সেবাইতকে দেয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক প্রনতী রানী দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) সিলেট জেলা কার্যালয়ের নিযুক্ত জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী অনির্বাণ পাল চৌধুরীর সঞ্চালনায় এবং জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) শ্রী শুভ পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী, মশিগশি মৌলভীবাজারের সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার, সৈয়ারপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী চন্দন রায়,দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সকলে যেন প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান সমাজে ছড়িয়ে দেন। তিনি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আওতায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর এই সেবাইত প্রশিক্ষণ সময় এবং যুগোপযোগী উল্লেখ করে এর প্রশংসা করেন।
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অন্যন্য উপহার সামগ্রী বিতরণ শেষে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ৯ দিনব্যাপী ৩ টি বিষয়ে প্রশিক্ষণে সেবাইতরা সামাজিক মূল্যবোধ, বাল্যবিবাহ ও যৌতুকের কুফল, ইভটিজিং, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য, সার্বজনীন মানবাধিকার, শিশু অধিকার, ন্যায়বিচার, মাদকের কুফল ও করনীয়, পশু পালন, মৎস্য চাষ, গবাদি পশুর টীকা, রোগের লক্ষণ, মৎস্য চাষ পদ্ধতি, ফসল চাষ, ফল চাষ, শাক-সবজি চাষ, ফুল চাষ, মৌমাছি পালন ও কৃষি জমি পরিমাপ সম্পর্কে জানতে পারেন। প্রশিক্ষণের প্রতিদিন সংশ্লিষ্ট বিষয়ে জেলায় কর্মরত কর্মকর্তাগন অধিবেশন পরিচালনা করেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..