মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে কানাডা সরকার। দেশটি বলছে, ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই মিত্র তাদের দেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন। খবর রয়টার্সের।
তবে এ বিষয়ে কানাডার পূর্ববর্তী অভিযোগগুলো ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে ভারত সরকার। এ ধরনের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেই দাবি নয়াদিল্লির।
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা ও ভীতি প্রদর্শনের পেছনে অমিত শাহ রয়েছেন, এমন খবর প্রথমে সামনে আনে ওয়াশিংটন পোস্ট। সংবাদপত্রটি জানায়, কানাডার কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তিনি এসব ঘটনের পেছেনে রয়েছেন।
কানাডার উপ-পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি সংসদীয় কমিটিকে জানান, তিনি মার্কিন এই সংবাদপত্রটিকে জানিয়েছেন অমিত শাহ এসব পরিকল্পনার পেছনে রয়েছেন।
ডেভিড মরিসন বলেন, ‘ওই সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে উনিই (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি তাকে নিশ্চিত করেছি যে তিনিই সেই ব্যক্তি।’ তবে এর বেশি তিনি আর কিছু জানাননি।