মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মো. আব্দুস শহীদের বাসা থেকে নগদ ৩কোটি ১০লক্ষ ২৭হাজার টাকা; ১,১২০কানাডিয়ান ডলার; ১,১০০ ইউরো; ৫,৩০০ থাইবাথ; ১,৯৫৩ ইউএস ডলার; ৫০০মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩০০০ রুপি; ৩,১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম বা ৮৫ ভরি স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জানা যায়, গ্রেপ্তারের পর গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালতে আনা হয় সাবেক এ মন্ত্রীকে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় রুজুকৃত উত্তরা-পশ্চিম থানার একটি মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাইদা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে নোয়াখালী নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এ মামলার আব্দুস শহীদ ২৪৬ নং এজাহারনামীয় আসামি।