শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে “ দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিবাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজন নিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণের চেক,যুব পুরস্কার ও সনদ বিতরন বিতরন অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর সভাপতিত্বে ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি-পরিচালক ইকবাল নাসির খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো: মহসীন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিয়াস চন্দ্র দাশ মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভুমি) সানজিদা আক্তার,জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ।
বক্তব্য রাখেন যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমী কো –অডিনেটর মো: রফিকুল ইসলাম,ছাত্র সম্বনয়ক সুমন আহমদ ও ইমন, প্রশিক্ষিত যুব মো: ফজলুল হক সোহাগ,যুব মহিলা রোকেয়া আক্তার, যুব সংগঠক হোসাইন আহমদ,প্রেসক্লাবের সভাপতি বকসী ইকবাল আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে ক্রেষ্ট বিতরন এবং ০১ মাস মেয়াদী ওয়েল্ডিং, বিউটিফিকেশন, মৎস্য চাষ ও ২ মাস মেয়াদী ডাটা বেজ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়াও জাতীয় যুব দিবস২৪ উপলক্ষে গোমড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ২৪ টি গাছের চারা রোপন করা হয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুর সংলগ্ন খাল পরিষ্কার করা হয়