1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঘরের মাঠে আল হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল নাসর

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :: আগের ম্যাচে কিংস কাপের শেষ ষোলোতে পেনাল্টি মিস করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে বিদায় নিতে হয় আল নাসরকে।
তবে সেই ধাক্কা সামলে আল হিলালের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। শুরুতেই তালিস্কার গোলে দল এগিয়ে যায়। তবে আল হিলালও কোনো অংশে কম যায়নি। শেষদিকে এসে গোল করে ম্যাচ ড্র করে তারা।

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আল নাসর ও আল হিলাল ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে। তালিস্কার গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষে আল হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ।

ঘরের মাঠে আল নাসরের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৪২তম মিনিটে বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। বিরতির পর আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান তালিস্কা। ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭৭তম মিনিটে গিয়ে গোল পায় আল হিলাল। আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেওয়া ক্রস হেডে জালে পাঠান মিলিনকোভিচ স্যাভিচ। ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে পেনাল্টির আবেদন জানায় আল হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।

৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..