1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্রাজিল স্কোয়াডে ফিরলেন ভিনিসিয়ুস, নেই এন্দ্রিক, অপেক্ষায় নেইমার

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচদিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে।
এই দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন দরিভাল জুনিয়র। যেখানে জায়গা পাননি এন্দ্রিক। এছাড়া চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমারকে রাখা হয়েছে স্কোয়াডের বাইরে। দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে গত ২১ অক্টোবর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচটি তারা জিতে নেয় ৫-৩ ব্যবধানে। তবে ক্লাবটির পরবর্তী ম্যাচে আল নাসরের বিপক্ষে দেখা যায়নি তাকে। এদিকে জাতীয় দলে ফেরার আগ্রহ ছিল নেইমারের। কিন্তু চোট পরবর্তী ঝুঁকি না নেওয়ার জন্য তাকে দলের বাইরে রেখেছেন দরিভাল।

চোটমুক্ত নেইমারকে এত দ্রুত মাঠে না ফেরানোর ব্যাপারে দরিভাল বলেন, ‘আমরা তাকে (নেইমার) এখনই ফিরিয়ে আনতে চাইনি। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। কার্যত সে পুরোপুরি ফিট। তবে মাত্র কয়েক মিনিট খেলেছে (ক্লাবের হয়ে), এটা এই সিদ্ধান্তের পক্ষে (তাকে না রাখা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ’

নেইমারের যে খেলার আগ্রহ ছিল এটাও অবশ্য জানান ব্রাজিলিয়ান কোচ, ‘তার ইচ্ছে ছিল এখানে থাকার। তবে পরিস্থিতি সে বুঝতে পেরেছে। যে অবস্থায় সে আছে, খুব বেশি মিনিট খেলতে পারেনি এখনও। ক্লাবের প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে আমাদের। তার মতো একজনকে এখানে পেলে তা দারুণ স্বস্তির ব্যাপার হতো এবং আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে এখনও সে পুরোপুরি প্রস্তুত নয়। ’

এদিকে চোটের কারণে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে দেখা যায়নি ভিনিসিয়ুসকে। তবে ঘাড়ের সমস্যা কাটিয়ে তিনি আবার জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। আর বার্সেলোনার হয়ে দারুণ ফর্মে থাকা রাফিনিয়া আছেন স্কোয়াডে। কিন্তু নেই এন্দ্রিক। তার বদলে জায়গা হয়েছে ১৭ বছর বয়সী এস্তেভো উইলিয়ানের।

বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর স্থানে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২।

একনজরে ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরতন
রক্ষণভাগ: দানিলো, ভেন্দেরসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, মুরিলো।
মধ্যমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।
আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস, রাফিনিয়া।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..