শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : কন্নড় নির্মাতা গুরুপ্রসাদ। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ নির্মাতার। গত ৩ নভেম্বর বেঙ্গালুরুর মদনায়কানহল্লির নিজের ফ্ল্যাট থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছিল গুরুপ্রসাদের লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট এবং ঋণ থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সূত্র অনুযায়ী, গত কয়েকদিন ধরে গুরুপ্রসাদকে বাড়ির বাইরে বের হতে দেখেননি প্রতিবেশীরা। অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে নির্মাতার গলিত মরদেহ উদ্ধার করে।
ক্যামেরার পেছনে কাজের পাশাপাশি ক্যামেরার সামনেও বেশ জনপ্রিয় ছিলেন গুরুপ্রসাদ। বেশ কিছু কন্নড় সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি ফের বিয়েও করেছিলেন এই নির্মাতা।
গুরুপ্রসাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়ে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে৷ তিনি ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’, ‘স্পেশাল’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।
উল্লেখ্য, তার সবশেষ পরিচালনার সিনেমা ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। এর আগেই তিনি চির বিদায় নিলেন এ পৃথিবীতে থেকে।