বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে গত ২৪ ঘন্টায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬২ জন। তার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮২ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৪জন। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৭ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ১৯৭টি নমুনা পরিক্ষায় ৯১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। আক্রান্তের হার ৪৬.২ শতাংশ।
সবশেষ আক্রান্ত ৯১ জনের মধ্যে রাজনগরে ২১ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়া ১০জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন, কমলগঞ্জে ৬ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আরও ৩ জন।