বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : উত্তর প্রদেশের আগ্রার কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। গত দু’মাসে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানে বিধ্বস্ত হবার পর একই মডেলের আরেকটি ফাইটার জেট বিধ্বস্ত হলো এবার উত্তর প্রদেশে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুরে বিমানবাহিনী ঘাঁটি থেকে উড়েছিল এবং আগ্রার দিকে যাচ্ছিল। ওই সময়েই আগ্রার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।
যুদ্ধবিমানটি মাঠে আছড়ে পড়তেই আগুন ধরে যায় তাতে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় বিমান বাহিনীর প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ অনুসন্ধানও শুরু করা হয়েছে।
এর আগে, ২ সেপ্টেম্বরও একটি মিগ-২৯ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের বারমেরের কাছে আছড়ে পড়েছিল বিমানটি। ওইবারও বিমান মাটিতে আছড়ে পড়ার পাইলট নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন।