1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জাতীয় দলের কোচ হলেন সালাউদ্দিন

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের খ্যাতনামা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। আপাতত ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন দেশের পরিচিত এই ক্রিকেট কোচ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সালাউদ্দিন। তারপরই তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
এক বিবৃতিতে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে সালাউদ্দিনের বেতনের অংক জানানো হয়নি। তবে সূত্র মতে, সিনিয়র সহকারী কোচ হিসেবে মাসে ৮ থেকে ৯ লাখ টাকা পাবেন তিনি।
ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পরই বলেছিলেন, কোচিং প্যানেলে দেশের একজন কোচকে অন্তর্ভূক্ত করার ইচ্ছা তার। সহকারী কোচ হিসেবে দেশীয় কাউকে যুক্ত করার আলোচনা বাংলাদেশ ক্রিকেটে অনেক দিনের। অবশেষে সেই আক্ষেপ ঘুচল।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যোগ্য প্রার্থীদের (স্থানীয় কোচ) জাতীয় দলে আনা হবে। কোচ হিসেবে সালাউদ্দিনের অভিজ্ঞতা, যোগ্যতা এবং জ্ঞান তাঁকে এই পদের জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমার বিশ্বাস যোগ্য বাংলাদেশি কোচদের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার এটাই সময়।’
মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং ক্যারিয়ার প্রায় দুই দশকের। দীর্ঘ ক্যারিয়ারে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১০-১১ সালে ছিলেন বিসিবির একাডেমির বিশেষজ্ঞ কোচ। ২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বাংলাদেশের ঘরোয়া পর্যায়ে সালাউদ্দিন অন্যতম সেরা সফল কোচ। তার অধিনে সর্বোচ্চ চারবার বিপিএল শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া প্রিমিয়ার ডিভিশন, প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জিতেছেন সালাউদ্দিন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) লেভেল-৩ কোচিং কোর্সের স্বীকৃতি আছে নামকরা এই কোচের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..