শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : নরম, গোলাপি ছোট্ট শরীর, কাঞ্চন-কন্যা কৃষভির প্রথম ছবি প্রকাশ করলেন শ্রীময়ী নিজেই। দীপাবলির আবহে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের জন্মের পরই অভিনেতা কাঞ্চন মল্লিক জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। তাঁরা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। যদিও অন্তঃসত্ত্বা অবস্থার কথা কাউকে ঘুণাক্ষরেও জানতে দেননি কাঞ্চন-শ্রীময়ী।
গোটাটাই আড়ালে রাখেন তাঁরা। তবে, মেয়ের জন্মের পর মাতৃত্বের ন’মাসের চড়াই-উতরাইয়ের কথা জানিয়েছেন। তাঁদের অনুরাগীরা এখন উদ্গ্রীব কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে দেখার জন্য। এ বার সদ্যোজাতের এক ঝলক প্রকাশ্যে আনলেন শ্রীময়ী।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেয়ের এক ঝলক দেখালেন শ্রীময়ী। হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট ছোট্ট আঙুল ধরে রয়েছেন শ্রীময়ী। লম্বা, গোলাপি, নরম আঙুলের ছবিই প্রকাশ্যে এনেছেন কাঞ্চন-পত্নী। সাধারণত তারকারা তাঁদের সন্তানের মুখ দেখানোর আগে হাত-পায়ের ঝলক দিয়ে থাকেন। ঠিক যেমন ক’দিন আগেই করেছেন দীপিকা পাড়ুকোন। তিনি মেয়ের নাম প্রকাশের দিন মেয়ের পায়ের ছবি দিয়েছিলেন। অনুষ্কা শর্মাও ছেলের ছোট্ট হাতের ছবি দেন। ঠিক একই পথে হেঁটেছিলেন রাজ-শুভশ্রীও। এ বার তাঁদেরই অনুসরণ করলেন কাঞ্চন-শ্রীময়ী।
সন্তান জন্ম দেওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন, ‘‘মেয়ে ভাল আছে। আমিও ভাল আছি। তবে ধকল গিয়েছে একটু। তাই ক্লান্তি রয়েছে।’’ এ-ও জানিয়েছেন, খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপুজোর পরেই বাড়িতে কন্যাসন্তান! বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তাঁর ঘরে। তবে কার মতো দেখতে হয়েছে, এখনই বুঝতে পারছেন না নতুন মা-বাবা।