1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নিয়োগ সংক্রান্ত মামলার তথ্য গোপন করে প্রধান শিক্ষকের এমপিও ভূক্তির আবেদন!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম-দুনীতির অভিযোগে আদালতে মামলা চলমান সত্তে¡ও তথ্য গোপন করে নিয়োগ ভাগিয়ে নেওয়া সেই প্রধান শিক্ষক নজরুল ইসলাম এমপিও ভুক্তির অপচেষ্টা চালাচ্ছেন। অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিয়োগ সংক্রান্ত মামলার তথ্য গোপন করে তার এমপিও’র ফাইল উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন। চুড়ান্ত এমপিও ভূক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে তা উপস্থাপন করেছেন।
নিয়োগ সংক্রান্ত কোনো মামলা আদালতে চলমান অবস্থায় যে কোনো শিক্ষক-কর্মচারির নিয়োগ সংক্রান্ত এমপিও ভূক্তির আবেদন ফাইল অগ্রবর্তী করার নিয়ম নেই। কিন্ত রহস্যজনকভাবে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক নজরুল ইসলামের আবেদন ফাইল অগ্রবর্তী করেছে।

জানা গেছে, জুড়ীর ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদে ২৬ জুন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ছয়জন প্রার্থী অংশ নেন। অভিযোগ উঠে, প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা নিয়োগ বাণিজ্য করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নজরুল ইসলাম নামক প্রার্থীকে প্রধান শিক্ষক নির্বাচিত করেন। কোডিং ¯িøপ পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ স্বরূপ এলাকাবাসি মানববন্ধন কর্মসূচির পালন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুছ ও অভিভাবকরা নিয়োগের উপর মৌলভীবাজার জজকোর্টে ১৯২/২৪ স্বত্ত মামলা ও পরে ইনজাংশন পিটিশন দায়ের করেন। মামলা দু’টি চলমান ও নিয়োগ ইনজাংশন প্রক্রিয়াধীন অবস্থায় মামলা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি গোপন রেখে বিধি বর্হিভুতভাবে প্রধান শিক্ষকের এমপিও আবেদনের ফাইল অগ্রবর্তী করা হয়েছে।

এব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, এমপিও আবেদন ফরমে মামলা আছে কি-না কলাম রয়েছে। ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই কলামে মামলা না থাকার বিষয়টি উল্লেখ করেছেন। এই সংক্রান্ত জটিলতা দেখা দিলে তাদেরকেই এর দায় নিতে হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..