বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
এম এ ওয়াহিদ রুলু :মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের মুহুরীর লাইব্রেরী কার্যালয়ে নবনির্বাচিত পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টান হয়। অনুষ্টানে সভাপতি ও সম্পাদক সহ ২৯ জন মুহুরী সদস্য উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ দলিল লিখক সমিতির সহ-সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মীর মখলিছুর রহমান।
সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমদ এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতি সভাপতি গোলাম কিবরিয়া শফি, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, কমলগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান সাজ্জাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজি শহীদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ দলিল লিখক সমিতি নব নির্বাচিত সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান প্রমুখ।