শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশ মোতাবেক বিগত ০৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান চলছে।
তারই ধারবাহিকতায় আজ বৃহষ্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি রেইডিংপার্টি কুলাউড়া থানাধীন শরীফপুর ইউপি ইটারঘাট এলাকায় রুজিনা বেগম(২৫) এর দখলীয় বসতঘর হইতে ২হাজারপিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয়। অপর আসামী মোঃ জলাল মিয়া ঘটনার টের পেয়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক জাকির হোসেন।