ব্রাহ্মণবাজারে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গা উচ্ছেদ
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
৮৮
বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি :কুলাউড়ার ব্রাহ্মণবাজারে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বাজারের ভেতর দখলকৃত সরকারি জায়গা ও রাস্তার দুইপাশে অবৈধভাবে দখল করা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় উচ্ছেদ অভিযানে কুলাউড়া থানার পুলিশ সহযোগীতা করেন। বাজারের শেডে থাকা ৪৫ দোকান, রাস্তার পাশে থাকা ৬ টি ফলের দোকান এবং বাজার সংলগ্ন খালের পাড়ে ৪ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এব্যাপারে কুলাউড়া সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন জানান, এখন থেকে সকল বাজারে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]