শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: বিয়ের দুই বছরের মধ্যেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। অন্তঃসত্ত্বা অভিনেত্রী।
এর মধ্য দিয়ে তার ও ক্রিকেটার কে এল রাহুলের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
শুক্রবার সামাজিকমাধ্যমে খুশির খবর জানালেন তারকা দম্পতি। সন্তানের জন্মের সময়ও জানিয়ে দিলেন তারা।
আথিয়া-রাহুল দুজনই একই পোস্ট শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। আর সেই পোস্টেই জানিয়েছেন, তাদের জীবনের সুন্দর এক আশীর্বাদ আসছে। আর সন্তানের জন্ম হবে ২০২৫ সালে।
নাতি হোক বা নাতনি, দাদু অভিনেতা সুনীল শেঠির আহ্লাদ আর যেন মনের অন্দরে ধরে না। মেয়ে-জামাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
২০১৯ সালে একে অপরকে মন দেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। জন্মদিনে সামাজিকমাধ্যমে একে অপরকে ভালোবাসায় মোড়া শুভেচ্ছা জানাতেন তারা।
রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। সুনীল শেঠির খান্ডালার বাংলো জাঁহাতেই রাহুলের গলায় মালা দেন আথিয়া।