শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট। আর সেই ফরম্যাটে প্রায় আট মাস পর খেলতে নামে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের হারে লাল-সবুজের প্রতিনিধিরা ফেরাটা অবশ্য রঙিন করতে পারেনি। রঙিন পোশাকে ফেরার দিনটি কেটেছে হতাশা ও মলিনতায়। প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০-তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে আজ শনিবার বিকেলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে। তবে শারজার মাঠও বড় ফ্যাক্টর বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচটি ছিল ২৯ বছর, এই মাঠে বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে। বর্তমান দলের কেউই খেলেননি এর আগে। যেখানে শারজার মাঠ হাতের তালুর মতো চেনা আফগানিস্তানের কাছে।
প্রথম ওয়ানডেতে যেভাবে আগে ব্যাটিং ও পরে বোলিংয়ে বিশাল চাপ সামলেও জিতেছে, তাতে দ্বিতীয় ওয়ানডের আগে বেশি আত্মবিশ্বাসী থাকার কথা আফগানদের। উল্টোদিক বাংলাদেশ শিবিরে। সহজ ম্যাচ কিভাবে হারতে হয় সেটা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। এরই মধ্যে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম দল থেকে ছিটকে গেছেন আঙুলে চোট নিয়ে। আরেকটি আফগান স্পিন আক্রমণ সামলানোর চাপ মাথায় রেখে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।
নারী ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম ওয়ানডেতে ৩৫ রানে চার উইকেট হারানোর পরও আফগানিস্তান ২৩৫ রান করতে পারে মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ শাহিদির বীরত্বে। আবার বাংলাদেশ লক্ষ্যে নেমে ১২০ রানে দুই উইকেট থেকেই অলআউট ১৪৩-এ। বাংলাদেশ ভালো অবস্থানে থেকেও নিজেদের এগিয়ে নিতে পারেনি, আর আফগানিস্তান ব্যাটিং-বোলিং দু’বার পিছিয়ে থেকেও ম্যাচ বড় ব্যবধানে জিতেছে। বাংলাদেশের আত্মবিশ^াস নেওয়ার মতো তেমন কোনো উপায় পায়নি এই দুদিনে। তবে আগের ওয়ানডেতে জয়ে এগিয়ে থাকা এবং প্রথম ম্যাচে ভালো শুরুই হতে পারে আত্মবিশ্বাসের পুঁজি। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, ‘এখনো সিরিজ জয়ের সুযোগ রয়েছে। তবে একটি একটি ম্যাচ করে এগোতে চায় বাংলাদেশ। মিরাজ বলেন, ‘তিন ম্যাচের একটিতে হেরেছি। আমাদের এখনো সুযোগ আছে। এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা সিরিজে পিছিয়ে আছি।’
বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ ও গতিময় ডান হাতি পেসার নাহিদ রানা একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন। তাদের খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। তবে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় ব্যাটিংয়ে অর্ডারের অভাব পূরণ করতে আজ একাদশে দেখা যাবে জাকির হাসানকে। প্রথম ম্যাচে পেসাররা দারুণ বোলিং করেছেন। স্পিনারর উইকেট না পেলেও তারা ছিলেন মিতব্যয়ী। বাংলাদেশের চ্যালেঞ্জ ১৮ বছর বয়সি রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজানফারের বোলিং সামলানো।
প্রথম ম্যাচে তার বোলিংয়ে হুড়মুড় করে ধসে পড়ে বাংলাদেশ। তাকে ভালো সমর্থন দেন অভিজ্ঞ রশিদ খানও। তাদের পেসাররা অবশ্য ভালো করতে পারেননি। অলিখিতভাবেই আফগানিস্তানের হোম ভেন্যু শারজা। সেখানে তাদের জয়ের রেকর্ডও দারুণ। বাংলাদেশকে বারবার ভোগানো অভিজ্ঞ মোহাম্মদ নবি এরই মধ্যে জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি অবসরে যাবেন। ক্যারিয়ারের শেষের দিকে এসে তিনিও চাইবেন যথাসম্ভব সেরাটা দিয়ে রাঙাতে। প্রথম ম্যাচে তো তিনিই ৮৪ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছিলেন।