রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রাটি প্রেসক্লাবের সম্মুখ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে এসআর প্লাজার সম্মুখে গিয়ে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোক্তাদির রাজু।