1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যে টিপস সহজ করে দেবে গৃহস্থালির কাজ

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যেকোনো কাজেই গৃহস্থালি কিছু টিপস জানা থাকলে কঠিন কাজ সহজ হয়ে যায়। ঘরের কাজে সেটি আরও বেশি।
কেননা ছোট ছোট টিপস বড় ঝামেলা থেকে মুক্তি দেয়। তাহলে জেনে নিন গৃহস্থালি কয়েকটি টিপস—
*বেকিংসোডার সঙ্গে সাদা ভিনিগার মিশিয়ে ঘন একটা মিশ্রণ করুন। আয়নায় তা মাখিয়ে রাখুন। মিনিট দশেক পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। কাচ সহজেই পরিষ্কার হবে।
* নিমপাতা পানিতে সেদ্ধ করুন। পরে সেই পানি দিয়ে ঘর মুছুন। পোকামাকড়ের উপদ্রব কমবে।
* রাতে বেসিনের পাইপের মুখে মাঝেমাঝে আধা কাপের মতো ভিনেগার ঢেলে দিয়ে রাখুন। সকালে দুই মগ পানি ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।
* দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারিপাতার গাছ থাকলে তার গোড়ার মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।
* বাচ্চাদের ঘরে মাছি ও পিঁপড়া হয়। লবণ, স্যানিটাইজ বা সেভলন ছিটিয়ে ঘর মোছা যায়, তাহলে পিঁপড়া ও মাছি কমবে।
* অনেক সময় ঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভেতর সাপ ঢুকবে না।
* ওভেনে রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে লবণ ছিটিয়ে দিন। ওভেন ঠান্ডা হলে পোড়া জিনিসগুলো ভিজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মুছে দিন।
* রান্না ঘরের সিংকের মুখ বন্ধ হয়ে গেছে। তাতে লবণ-পানি ফুটিয়ে সিংকে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।
* বালতি ছিদ্র হয়ে গেলে ওই জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে চুন গুঁড়া করে নারিকেল তেল এবং গুঁড়া সাবান মিশিয়ে মিশ্রণটি লাগান, ছিদ্র বন্ধ হয়ে যাবে।
* গোটা ধনিয়ায় পোকা ধরেছে? ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনেপাতার চাষ হবে আপনার বাগানে।
* অ্যাকোয়ারিয়ামের পানি ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে কাজ করবে।
* কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ওই ফেলে দেওয়া খোসাই গোলাপগাছের জন্য সার হিসেবে দিতে পারেন।
* মাছি তাড়াতে পুদিনাপাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ-ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন খাবার টেবিলে। তিন দিন অন্তর পানি বদলে দেবেন। পানি অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনার চারাও গজিয়ে যাবে।
* তেতো করলা পাতলা করে কাটুন, তাহলে দ্রুত রান্না হবে।
* ফ্লাক্সে দুর্গন্ধ হলে তাতে এক চামচ চিনি রেখে দিন, দুর্গন্ধ দূর হবে।
* বাথরুমের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করার পর খানিকক্ষণ মোম জ্বালিয়ে রাখলে দুর্গন্ধ হবে না।
* ঘরে বা বাথরুমে মানিপ্লান্ট গাছ রাখলেও দুর্গন্ধ কম হয়।
* কাঠের আসবাব থেকে মোমের দাগ তুলতে বরফের ব্যাগ রাখুন ওপরে।
* হাত থেকে কাঁচা মাছ বা পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে টমেটোর রস ঘষে নিন। লবণ ঘষলেও উপকার পাবেন।
* সিলভার অথবা স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে টুথপেস্ট ব্যবহার করুন।
* গ্রিন্ডারের ব্লেড পরিষ্কার করতে ভেতর চাল দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর গ্রিন্ডার বারকয়েক চালু করুন। দূর হবে ভেতরে জমে থাকা ময়লা।
* কলার খোসার ভেতরের অংশ দিয়ে চামড়ার জুতা ঘষে নিন। ঝকঝকে হবে জুতা।
* বয়াম থেকে আঠালো স্টিকার দূর করতে চাইলে মোটা করে পিনাট বাটার লাগিয়ে দিন ওপরে।
* রান্নার সময় গ্যাসের চুলার ওপর কিছু উপচে পড়ে গেলে লবণ ছিটিয়ে দিন। চুলা ঠান্ডা হলে ভেজা স্পঞ্জ দিয়ে খুব সহজেই মুছে ফেলতে পারবেন।
* রাতে মাঝেমাঝে বেসিনের পাইপের মুখে আধ কাপ মতো ভিনেগার ঢেলে দিন। সকালে পানি ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার হয়ে যাবে।
* মাঝে মাঝে বোতলের ঢাকনা খুব শক্ত হয়ে আটকে যায়। টানাটানি না করে একটা রুমাল গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে বোতলের ঢাকনার নিচে জড়িয়ে রাখুন। কিছুক্ষণ পরেই ঢাকনাটা আলগা হয়ে আসবে।
* মাঝেমধ্যে ফ্রিজ খোলার পর দুর্গন্ধ পাওয়া যায়। ফ্রিজ অনেক দিন খালি থাকলে এটা হতে পারে। আবার অনেক দিনের ব্যবহৃত ফ্রিজে এমনটা হতে পারে। দুর্গন্ধ দূর করতে ফ্রিজের এক কোণায় একটুকরো লেবু রেখে দিন।
* কাটিংবোর্ড জীবাণু ও দাগমুক্ত রাখতে লেবু ঘষে নিন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..