বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে হেফাজত সমর্থকদের হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।
এনিয়ে সাতটি মামলা করা হলো। এসব মামলায় অজ্ঞাত প্রায় ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ থানায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলার ঘটনায় একটি মামলা করেছে টোলা প্লাজা কর্তৃপক্ষ। এছাড়া পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করছে। দুই মামলায় অজ্ঞাত প্রায় ১২শ’ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া গত ৩ দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুনের ঘটনায় সদর মডেল থানায় আরও ৫টি মামলা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পিবিআই।