শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : মুক্তির শুরু থেকেই ধারণা করা হয়েছিল ‘ভুল ভুলাইয়া-৩’ ও দীপিকা পাড়ুকোনের ‘সিংহাম এগেইন’ সিনেমার মধ্যে বক্স অফিসে লড়াই হবে। ছবির প্রচারের সময় এর বিভিন্ন ইঙ্গিতও পেয়েছিলেন ভক্তরা-অনুরাগীরা। শুধু তাই নয়, এ দুই সিনেমার কলাকুশলীরাও বলেছিলেন, ‘ভুল ভুলাইয়া-৩’ ও ‘সিংহাম এগেইন’র মধ্যে যুদ্ধ হবে! তারপরও দীপিকার অনুরাগীরা আশা করেছিলেন ‘সিংহাম এগেইন’ এগিয়ে থাকবে।
এদিকে সিনেমা মুক্তির এক সপ্তাহ পর থেকেই বক্স অফিস হতে মজার তথ্য পাওয়া গেছে। বক্স অফিস জানাচ্ছে, ব্যবসার দিক থেকে ‘ভুল ভুলাইয়া-৩’ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ‘সিংহাম এগেইন’। এবার এ দুই সিনেমার বক্স অফিস রিপোর্ট নিয়ে অজয় দেবগন মুখ খুললেন।
অজয়ের ভাষ্য, ‘দিওয়ালিতে দুটি বিগ বাজেট সিনেমা মুক্তি পেয়েছে, বিষয়টি অনেকটা বড় ব্য়াপার। বলিউডে এখন বক্স অফিসের যুদ্ধের চেয়ে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করাটাই বেশ গুরুত্বপূর্ণ। আমি “ভুল ভুলাইয়া-৩” দেখব। ওই সিনেমাটি যে ভালো হয়েছে, তা আমি জানি। আমার মনে হয়, দুটি সিনেমাই বক্স অফিসে ভালো ফল করার মতো। একটু পার্থক্য তো থাকবেই ব্যবসার দিক থেকে। কিন্তু তার মানে এই নয় যে, এ দুই সিনেমার মধ্যে কোনো লড়াই রয়েছে’।
জানা গেছে, ‘সিংহাম এগেইন’ মুক্তির দিন আয় করেছিল ৪৩.৫০ কোটি রুপি। এ অংকটা কিন্তু ছিল ‘ভুল ভুলাইয়া-৩’র প্রথম দিনের আয়ের চেয়ে বেশিই। তবে দ্বিতীয় দিনে এ আয়ের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়দিন এ সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ৪৪.৫০ কোটি রুপি।