মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : উড়তে থাকা বার্সেলোনাকে নামিয়ে এনেছে রিয়াল সোসিয়াবাদ। একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়া কাতালানদের রুখে দিলো তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের দল। রিয়াল সোসিয়াবাদের মাঠ সান সেবাস্তিয়ানে রোববার রাতে ১-০ গোলে হারে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন শেরালদো বেকার। অন্যদিকে গোটা ম্যাচে বার্সা গোল তো দূরে, লক্ষ্যেও রাখতে পারেনি বল।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গত ১৬ ম্যাচে ৫৫ গোল করা বার্সা মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে জালের দেখা পেল না। অথচ শেষ সাত ম্যাচে প্রতিপক্ষের জালে অন্তত ৩টা করে গোল দিয়েছে কাতালানরা।
বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ১৩তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রতিহত হওয়ার পর ফিরতি শটে বল জালে পাঠান লেভানডফস্কি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
অন্যদিকে স্বাগতিকরা প্রথম ভালো সুযোগ পায় ২৯তম মিনিটে। তবে ব্রাইস মেন্দেসের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। তবে ৩৩ মিনিটে আর রক্ষা হয়নি, সতীর্থের হেড পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন শেরালদো বেকার। ১-০ তে এগিয়ে যায় রিয়াল সোসিয়াবাদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান মিকেল ওইয়ারসাবাল। বক্সে ভালো পজিশনে বল পেয়ে বাইরে মারেন এই স্প্যানিশ উইঙ্গার। ফলে ১-০ তে এগিয়ে থেকেজ বিরতিতে যায় স্বাগতিকেরা। এরপর দ্বিতীয়ার্ধেও বদলায়নি ম্যাচের চিত্র। বিক্ষিপ্ত কিছু আক্রমণ হলেও আসেনি সাফল্য। জালের দেখা পাননি বার্সা বা সোসিয়াবাদের কেউ। ফলে একই ব্যাবধান ধরে রেখে জয় পায় স্বাগতিকেরা।
ই হারের পরও ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দু’য়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে সোসিয়েদাদ।