রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌর এলাকার ৫৬৫টি অসহায় পরিবারকে ১০ কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও আরো দুটি ওয়ার্ডে ৮৮০ পরিবার সহ মোট ১৪৪৫ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপকারভোগীদের মাঝে এসব চাল বিতরণ করেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মীর এম এ সালাম।
মীর এম এ সালাম জানান, পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৫৬৫ জনকে ১০ কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়। এর আগে ৬নং ওয়ার্ডে ৫৬৫ জনকে ১০ কেজি করে ও ৯ নং ওয়ার্ডে ২১৫ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় পৌরসভার অন্যান্য কমিশনারবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।