শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :বড়লেখা পৌরসভার পাখিয়ালা চৌমুহনী বাজার বণিক সমিতির কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গত রোববার রাতে অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও প্রভাষক তারেক আহমদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহসভাপতি মো. খলিলুর রহমান।
সভায় উপস্থিত ব্যবসায়িবৃন্দের সম্মতিতে ব্যবসায়ী মো. নুর উদ্দিনকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক ও ১৬ জনকে সদস্য করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জুয়েল আহমদ, মাহতাব উদ্দিন, সহ-সম্পাদক গৌছ উদ্দিন. সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, অর্থ সম্পাদক নাহিদ বখত, প্রচার সম্পাদক শাহরিয়ার ফহিম, সদস্য প্রভাষক মো. তারেক আহমদ, কামাল হোসেন, মাসুদ আহমদ, হুমায়ুন কবির, দেবাংশু দলপতি শুভন, মন্না, লিটন কুমার ও আব্দুল হাকিম।